স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের ৩ হাজার ১৫০ জন কৃষকের মাঝে সরকারের দেওয়া উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২২ জুন রোববার বিকালে মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ৩ হাজার ১৫০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ ফলনসীল আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি, উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান।