স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের দেওয়া ২০২৪-২৫ অর্থবছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২৪ জুলাই মহেশপুর উপজেলা কৃষি অফিসের ট্রেনিং হল রুমে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রনোদনা কর্মসূচীর আওতায় পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সমর কুমার মিত্র।
অনুষ্ঠানে উপজেলার ৫ শত কৃষকের মাঝে ১ কেজি হারে পেঁয়াজ বীজ, ২০ কেজি হারে ডিএপি সার, ২০ কেজি হারে এমওপি সার ও ডাচ-বাংলা ব্যাংকের একাউন্টের মাধ্যমে ৩৫০ টাকা প্রদান করা হয়।