স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী ও প্রকৌশলী শাহারিয়ার আকাশ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেরুননেছা।
প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে উপজেলার ১২ ইউনিয়নের ২৫জন কৃষকের মাঝে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়। প্রতিটি পাওয়ার টিলারের পেছনে সরকার ৩৬ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে। কুল্লাহ গ্রামের কৃষক নাজমুল হুদা জানান, পাওয়ার টিলার পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে।
মহেশপুর কৃষি অফিসার হাসান আলী জানান, মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের কারণে খাদ্য উৎপাদন আগের চেয়ে বাড়বে। পাশাপাশি স্থানীয় কৃষকেরা আধুনিক চাষাবাদের সুযোগসুবিধা পাবে।
Leave a Reply