স্টাফ রিপোটর্ার : সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উক্ত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তপন কুমার রায়, বেগবতী সম্পাদক সুমন শিকদার, যশোর আব্দুর রাজ্জাক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার গাঙ্গুলী ও ড. ওয়াহেদুল মুরাদ।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত সাহিত্য মেলা প্রাঙ্গনে বিভিন্ন ধরনের ৩০টি ষ্টল দিয়ে সাজানো হয়েছে।
Leave a Reply