স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে পুকুরে ডুবে আছিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৭) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু তারা খোসালপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টার দিকে মহেশপুরের সীমান্তবর্তী খোসালপুর গ্রামে।
প্রতিবেশীরা জানান, স্কুলে যাওয়ার জন্য গোসল করতে যায় বড় ভাই সবিদুল ও ছোট ভাই খাইরুলের দুই মেয়ে। সময় মতো বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোক জন খুজা খুজি শুরু করে।
পরে পুকুরের পানিতে এলাকার লোজজন নেমে খোজ শুরু করে। এক পর্যায়ে পানির নিচ থেকে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় নেপা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল ইসলাম জানান, ডুবে যাওয়া দুই শিশু আমার আত্মীয় হয়।
তারা সকালে রেজাউল মেম্বারের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোজা খুজি পর তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে খরব পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে।