স্টাফ রিপোর্টার : দেশের অন্যান্য স্থানের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলা বর্ষ ১৪৩০ সাল বরণ করা হয়েছে।
আজ ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় মহেশপুর উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গল শোভা যাত্রার মাধ্যমে নতুন বর্ষ বরণ করা হয়। মহেশপুর উপজেলা থেকে মঙ্গল শোভা যাত্রা শুরু হয়ে মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ – ৩ আসনের এমপি এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদ,
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শামীম উদ্দিন, মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, সাবেক শ্রমিকলীগ নেতা হুমায়ন কবির, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রন্জন কুমার মজুমদার, উপজেলা পরিষদের সকল অফিসারবৃন্দ, যুবলীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী, ইয়াকুব আলী প্রমুখ।
Leave a Reply