স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ ২০ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ হাজার ১ শত কৃষকের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস প্রমুখ।
পরে কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামুল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
Leave a Reply