স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে যাওয়ার সময় ৩ দালালসহ ১০০ জন নারী-পুরুষ এবং ৫০০১ বোতল ভারতীয় মদ,ফেন্সিডিল ও অন্যান্য মালামাল আটক করেছে বিজিবির সদস্যরা।
মহেশপুর ৫৮-বিজিবির প্রেস বিজ্ঞপ্তিত সূত্রে জানাগেছে, ১৪ জানুয়ারী/২৫ ইং থেকে ১৪ ফেব্রæয়ারী /২৫ পর্যন্ত মানব চোরাচালানের সময় মহেশপুরের বিভিন্ন সীমান্তে দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন দালাল ও ৪ জন আসামী সহ ১০০ জন নারী-পুরুষ এবং ৫ হাজার ১ বোতল ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করা হয়েছে।
এর মধ্যে ২ হাজার ২ শত ১৫ বোতল মদ, ২ হাজার ৭ শত ৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল রয়েছে। একই সময়ে আরো মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৪১ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, ১ হাজার ৪ শ‘ ৮০ পিচ ট্যাপেনটোডোল ট্যাবলেট, ৯ শ‘ ৪৯ কেজি গাঁজা,৪ টি গরু, ১৮ বোতল কীটনাশক,৭৩ কেজি কারেন্ট জাল, ২ হাজার ২ শ‘ ৩২ পিচ চশমা, ১০ হাজার ১ শ‘ ১০ পিচ ক্যান্সার রোগের ঔষধ যার মূল্য ৫৬ লক্ষ্য ৪৭ হাজার ৮ শ‘ টাকা।
এঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় একাধিক মামলা করা হয়েছে।
Leave a Reply