স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতীয় অংশে অবৈধ ভাবে অবস্থান করা ৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
গত সোমবার (৩০জুন) রাত ১০ টায় দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়
মহেশপুর ৫৮ বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশী নাগরিক ভারত থেকে বাংলাদেশে আসার
সময় বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। পরে মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পকে
আবগত করেন তারা। আটককৃতদের পরিচয় নিশ্চিত করে রাতে সীমান্ত পিলার ৬১/১-এস (পিলার) এর নিকট
শূন্য লাইন বরাবর বিজিবি ক্যাম্প কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ
থেকে তাদেরকে গ্রহন করা হয়।
আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদেরকে সাধারণ ডাইরির (জিডির)
মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান।