স্টাফ রিপোর্টার : ভারতে অবৈধ ভাবে বসবাসকারী এক নারী ও এক যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গত ২০ জুলাই বিকালে ভারতের নদীয়া জেলার জোড়পাড়া বিএসএফ ক্যাম্পে ও মহেশপুর ৫৮ বিজিবির কুশুমপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধ ভাবে বসবাসকারী এক নারী ও এক যুবককে ফেরত দেয় ভারতের নদীয়া জেলার জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
তাদেরকে মহেশপুর থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।
অপর দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশুমপুরের চাপাতলা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে কুশুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি ক্যাম্প সুত্রে জানাগেছে, রোববার রাতে চট্রগ্রাম জেলার সন্দীপ উপজেলার ইমন দাস (১৮), পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুব্রত কুমার (৪২) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার শাহা আলমকে (৪২) চাপাতলা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চাপাতলা গ্রামের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।