ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডুর একটি বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থীকে আগামী ৩ বছর খাওয়ানো হবে পুষ্টিকর দুধ। বুধবার দুপুরে উপজেলার পারদখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন এ কর্মসূচির উদ্বোধন করেন। সসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচিতে আগামী ৩ বছর ওই বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থীকে প্রতিদিন পাস্তুরিত দুধ খাওয়ানো হবে। শিক্ষার্থীদের প্রাণিজ পুষ্টির যোগান, স্কুলের প্রতি আরও আগ্রহ করে তোলা, ও স্থানীয় খামারীদের দুধ বিক্রয় সহজ করবে এই কর্মসূচিটি।
Leave a Reply