January 27, 2026, 5:23 am
শিরোনামঃ
রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ ভোট বেচাকেনা ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে : ইসি সানাউল্লাহ একাত্তরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই কেন্দ্রে সবার উপস্থিতিতে ভোট গণনার নির্দেশনা দিল নির্বাচন কমিশন বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা : তারেক রহমান স্ত্রী-সন্তান হারানো বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না : জামায়াত আমির ছাত্রলীগ নেতা সাদ্দামের পরিণতি যেন কোনো কর্মীর কপালে না ঘটে : রুমিন ফারহানা রাজশাহীতে ওসিকে আটকে রেখে এসআইকে কান ধরানোর ভিডিও ভাইরাল গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেস তদন্ত কমিটি। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তদন্ত কমিটি দাবি করেছে,২০২১ সালের ৬ জানুয়ারিতে সংঘটিত ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের উসকানির প্রমাণ পাওয়া গেছে। মার্কিন পার্লামেন্ট ভবনে দাঙ্গার তদন্তে কংগ্রেসের গঠিত কমিটি শুক্রবার (২৩ ডিসেম্বর) তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানেই ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করা হয়।

৬ জানুয়ারি প্যানেল জানিয়েছে, ট্রাম্পকে অফিসে আসতে বাধা দেওয়া উচিত। কারণ ৬ জানুয়ারির সহিংসতা হয়েছিল এক ব্যক্তির কারণে। তিনি হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে সেদিন অনেকেই অনুসরণ করেছিলেন। ট্রাম্প না থাকলে ৬ জানুয়ারির কোনো ঘটনাই ঘটত না।

প্যানেলের ৮৪৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদনে উপস্থাপিত প্রমাণগুলোর মধ্যে ছিল ৬৮টি মিটিং, ফোন কল বা টেক্সট বার্তা, রাজ্য বা স্থানীয় কর্মকর্তাদের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য।

রিপোর্টে বলা হয়েছে, নির্বাচনের রাতে মিথ্যাভাবে বিজয় ঘোষণা করা এবং অবৈধ ভোট গণনার আহ্বান জানানোর প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত ছিল না। এটা ছিল পূর্বপরিকল্পিত।

কমিটি আরও বর্ণনা করেছে, কীভাবে ট্রাম্প দাবি করেছিলেন যে তার প্রচারণা এবং রিপাবলিকান জাতীয় কমিটির জন্য ২৫০ মিলিয়নের বেশি রাজনৈতিক তহবিল সংগ্রহের জন্য নির্বাচন চুরি করা হয়েছিল।

উল্লেখ্য, ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। পরাজয়ের পর থেকেই ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছেন।

এমনকি নির্বাচন বাতিলের দাবিতে রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন রাজ্যের আদালতে একাধিক মামলাও করেছেন তিনি। কিন্তু তিনি তাদের কাছে পরাজিত হন।

এসব বিষয় উল্লেখ করে তদন্ত কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে এমন অবস্থানে নেই যেখানে একজন পরাজিত প্রেসিডেন্ট যা খুশি তা করতে পারেন এবং সমস্ত গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে আঙুল দিয়ে সংঘাত উস্কে দিতে পারেন। আমরা সেই অবস্থান থেকে দীর্ঘ পথ এসেছি।’

সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, কোনো উগ্রবাদী ব্যক্তি বা তার সমর্থক যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে সেজন্য দেশের নির্বাচনী আইন সংস্কার করা প্রয়োজন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারিতে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা ক্যাপিটল হিল ভবনে দেশের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করতে একটি যৌথ অধিবেশনে বসেন। এর আগে সকালে হাজার হাজার ট্রাম্প সমর্থক ওয়াশিংটনে ‘সেভ আমেরিকা’ নামে একটি সমাবেশে অংশ নিতে আসেন।

ট্রাম্প সমাবেশে ভাষণ দেন এবং ভক্তদের জো বাইডেনের বিজয়কে সমর্থন করার প্রক্রিয়া বন্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তার বক্তৃতার দুই ঘণ্টার মধ্যে, কয়েক হাজার ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙ্গে এবং সমাবেশস্থল থেকে খুব দূরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে ঢুকে তাণ্ডব শুরু করে। ওই দিন তাণ্ডবে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত এবং ১৪০ জন আহত হন।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page