December 31, 2025, 5:00 am
শিরোনামঃ
শোকের এই সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ; বুধবার সাধারণ ছুটি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ; দাফন জিয়াউর রহমানের কবরের পাশে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকাল ; আন্তর্জাতিক মিডিয়া ও বিভিন্ন দেশের প্রতিক্রিয়া দীর্ঘ ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু ; সিলেটের মাদরাসাগুলোতে খতমে কোরআন ও দোয়া মাহফিল নেত্রকোণায় লুৎফুজ্জামান বাবরের আসনে তার স্ত্রী তাহমিনা জামান স্বতন্ত্র প্রার্থী নরসিংদীর মাধবদীতে ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানে আবার হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তাওবাহ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“হে মুমিনগণ! তোমরা সকলে মহান আল­াহ তা’আলার নিকট তাওবা কর। তাহলে তোমরা সফলকাম হবে।” (সূরা ঃ নুর ঃ আয়াত ঃ ৩১)। মহান আল­াহ তা’আলা আরো বলেন- “তোমরা তোমাদের প্রতিপালকের নিকট গুণাহ মাফ চাও। অতঃপর তার নিকট তাওবা কর।” (সূরা ঃ হুদ ঃ আয়াত ঃ ৩১)।  মহান আল­াহ তা’আলা আরো বলেন- “হে মুমিনগণ! তোমরা মহান আল­াহর নিকট খাটি তাওবা কর।” (সূরা ঃ তাহরীম ঃ আয়াত ঃ ৮)

১. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- আমি রসুলুল­াহ (সঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন- মহান আল­াহর কসম! আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি তাওবা করি এবং মহান আল­াহর নিকট গুনাহ মাফ চাই। (বোখারী শরীফ)
২. হযরত আগার ইবনে ইয়াসার মুযানী রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ (সঃ) বলেছেন, হে মানুষেরা! তোমরা মহান আল­াহর নিকট তাওবা কর এবং গুনাহ মাফ চাও। আমি প্রতিদিন ১০০ বার তাওবা করি। (মুসলিম শরীফ)
৩. হযরত আবদুর রহমান আবদুল­াহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- নবী করীম (সঃ)  এরশাদ করেছেন, মহা পরাক্রমশালী মহান আল­াহ (তার বান্দার) মৃত্যুর লক্ষণ গরগর (আওয়াজ প্রকাশের) পূর্ব পর্যন্ত  তাওবা কবুল করেন। (তিরমিযী)
৪. হযরত আবূ মুসা আবদুল­াহ ইবনে কায়েস আশআরী রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ (সঃ)  ইরশাদ করেছেন, মহান আল­াহ তা’আলা পশ্চিম দিক হতে সূর্যোদয় না করা পর্যন্ত প্রতিরাতে তার ক্ষমার হাত প্রসারিত করতে থাকবেন। যাতে করে দিবসে যারা গুনাহ করবে তারা রাতে তাওবা করতে পারে। আর তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করতে থাকবে যাতে করে রাতে যারা গুনাহ করবে তারা তাওবা করতে পারে।
৫. হযরত আবু হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ (সঃ)  ইরশাদ করেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তাওবা করবে মহান আল­াহ তা’আলা তার তাওবা কবুল করবেন। (মুসলিম শরীফ)
৬. হযরত আবদুর রহমান আবদুল­াহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- নবী করীম (সঃ)  এরশাদ করেছেন, মহা পরাক্রমশালী মহান আল­াহ (তার বান্দার) মৃত্যুর লক্ষণ গরগর (আওয়াজ প্রকাশের) পূর্ব পর্যন্ত তাওবা কবুল করেন। (তিরমিযী)

আজকের বাংলা তারিখ



Our Like Page