অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্ক-সিরিয়ায় ঘটে যাওয়া ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পাঁচদিন পর দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দেশ দুটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান বলেছেন, সোমবারের বিশাল ভূমিকম্পে কর্তৃপক্ষের দ্রুত প্রতিক্রিয়া জানানো উচিত ছিল।
উদ্ধারকৃত নারীদের মধ্যে একজন মেনেকসে তাবাক (৭০)। তিনি একটি গায়ে কম্বল জড়িয়ে ছিলেন। উদ্ধারকারীরা তাকে কাহরামানমারাস প্রদেশে একটি অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। অন্যজন মাসাল্লাহ সিসেক (৫৫)। দক্ষিণ-পূর্ব তুরস্কের বৃহত্তম শহর দিয়ারবাকিরে একটি ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় সাংবাদিকদের বলেছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চল জুড়ে ৩১ হাজার উদ্ধারকারী প্রচেষ্টা চালাচ্ছের। তারা গত ২৪ ঘণ্টায় ৬৭ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রায় ৮০ হাজার লোককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণঘাতি এই ভূমিকম্পে ১০ লাখ ৫০ হাজার গৃহহীন মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে।
ফুয়াত ওকতায় বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হল এক বছরের মধ্যে তাদের স্থায়ী আবাসন প্রদানের মাধ্যমে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের ব্যথা নিরাময় করা।’
অন্ধকার শীতের পরিস্থিতিতে অনেকের খাবারের অভাব থাকায় উভয় দেশের নেতাদের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় তার প্রথম কথিত সফর করেছেন, তার স্ত্রী আসমার সাথে আলেপ্পোর একটি হাসপাতালে পরিদর্শন করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
তার সরকার দেশের ১২ বছরের গৃহযুদ্ধের প্রথম সারিতে মানবিক সহায়তা সরবরাহের অনুমোদন দিয়েছে। এটি এমন একটি পদক্ষেপ যা লক্ষ লক্ষ হতাশ মানুষের জন্য সাহায্যকে ত্বরান্বিত করতে পারে।
এর আগে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছিল, বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় যুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রমকে জটিল করে তোলার ফলে তাদের মজুত শেষ হয়ে যাচ্ছে।
শুক্রবার, এরদোগান তুরস্কের আদিয়ামান প্রদেশে গিয়েছিলেন, যেখানে তিনি স্বীকার করেছেন যে সরকারের প্রতিক্রিয়া যতটা দ্রুত হতে পারে ততটা ছিল না। তিনি বলেন, যদিও আমাদের এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম অনুসন্ধান ও উদ্ধারকারী দল আছে, তবে এটি একটি বাস্তবতা যে অনুসন্ধান প্রচেষ্টা আমরা যত দ্রুত চেয়েছিলাম তত দ্রুত নয়।
Leave a Reply