অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে আগামী ৩০ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে রাজ্যে হিন্দুত্ববাদী বিজেপির সবচেয়ে আলোচিত মুখ টি রাজা সিং আবারও রাজ্যের মুসলিমদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন।
বিজেপি নেতা টি রাজা সিং সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি মুসলমানদের ভোট চান না। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যারা গরু জবাই করবে তাদের হাত ভেঙে দেবেন। তার দাবি- সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হচ্ছে, যা তিনি কখনই সহ্য করবেন না। বিজেপি নেতা টি রাজা সিং তেলেঙ্গানার গোশামহল বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্যের কারণে বিজেপি তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল কিন্তু এবার নির্বাচনের প্রথম তালিকা প্রকাশের আগে তা প্রত্যাহার করা হয়। একইসঙ্গে তাকে গোশামহল থেকে প্রার্থী করা হয়েছে যেখান থেকে তিনি ২০১৮ সালে জিতেছিলেন।
আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে টি রাজা সিং যারা গরু জবাই করে তাদের ‘শত্রু’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি তাদেরকে লাভ জিহাদকারী, ধর্মান্তরকরণকারী ইত্যাদি বলে উল্লেখ করেছেন। কেনো তিনি মুসলমানদের ভোট চান না সে বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে টি রাজা সিং বলেছেন, ‘গোশামহল এলাকায় দুই লাখ হিন্দু ভোটার আছে, যেখানে ৭০ হাজার মুসলমান আছে যারা হিন্দুত্বের বিরোধী। তাই আমার হিন্দুভাইদের সমর্থন যথেষ্ট। মুসলিমদের ভোট চাই না।’
২০১৩ সালের নির্বাচনেও আমি একই কথা বলেছিলাম, ২০১৮ সালেও তাই বলেছিলাম এবং এখন ২০২৩ সালেও সেই কথা বলছি। আমি মুসলমানদের ভোট চাই না। যারা গরু জবাই করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে, এটাই আমার স্টাইল বলেও মন্তব্য করেন বিজেপি প্রার্থী টি রাজা সিং।
প্রসঙ্গত, গতবছর আগস্টে প্রিয় নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর ও বিতর্কিত বক্তব্য দেওয়ার পরে বিভিন্নমহল থেকে তীব্র সমালোচনার জেরে টি রাজা সিংকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল বিজেপি। ওই ঘটনার জেরে প্রায় দুই মাস তাকে কারাগারে থাকতে হয়েছিল।
গত মার্চে মহারাষ্ট্রের সাম্ভাজিনগরে এক সমাবেশে বিজেপি নেতা টি রাজা সিং মুসলিমদের টার্গেট করে বলেছিলেন, ‘আমরা হিন্দুরা যদি জিহাদ করি, তাহলে তোমরা বিয়ে করার জন্য মেয়েদের খুঁজে পাবে না। আওরঙ্গাবাদ থেকে আওরঙ্গজেবের কবরের চিহ্ন মুছে ফেলা হবে। ছত্রপতি শিবাজী মহারাজ যেমন আফজাল খানকে শিক্ষা দিয়েছিলেন এই নপুংশকদেরকে শিক্ষা দিতে হবে। যে বোর্ডে আওরঙ্গাবাদ লেখা আছে তার নাম ও নিশানা মুছে ফেলতে হবে। এই বিশ্বাসঘাতকদের কাছ থেকে এক টাকার জিনিসও কিনবেন না।’
গত মার্চে মহারাষ্ট্রের আহমদনগরের শ্রীরামপুরে এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভারতকে ২০২৫/২০২৬ সালে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করা হবে। এই হিন্দু রাষ্ট্রের রাজধানী দিল্লি নয়, হবে কাশী, মথুরা বা অযোধ্যা। হিন্দুদের বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছাড়বো না বলেও মন্তব্য করেন বিজেপির ফায়ারব্রান্ড নেতা টি রাজা সিং।
ফেব্রুয়ারিতেও মহারাষ্ট্রের লাতুরে এক সমাবেশে উসকানিমূলক বক্তব্যে বলেছিলেন, শিবাজীর সময়ে একজন আফজাল ছিলেন। আজ প্রতিটি মোড়ে, রাস্তায়, প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে আফজাল খানের অবৈধ সন্তান রয়েছে। যদি শিক্ষা দিতেই হয় তাহলে তৈরি হও। এভাবে তিনি খোলাখুলিভাবে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও বয়কটের কথা বলেন এবং গত দুই দশক ধরে তার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উঠছে।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনের সময় দাখিল করা হলফনামা অনুসারে, তার বিরুদ্ধে ৪৩ টি মামলা নথিভুক্ত রয়েছে, যার মধ্যে ১৬টি মামলায় চার্জ গঠন করা হয়েছে। এসব মামলায় মসজিদে হামলা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া, মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া, পাথর নিক্ষেপ, ভাঙচুর, অনুমতি ছাড়া সমাবেশ করার মতো বিষয় নথিভুক্ত রয়েছে।#
Leave a Reply