22 Jan 2025, 10:56 am

নড়াইল এসপি অফিস ও থানায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে চেয়ার স্থাপন

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলের এসপি সাদিরা খাতুনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে পুলিশ সুপারের অফিস কক্ষসহ চারটি থানায় পাঁচটি চেয়ার স্থাপন করা হয়েছে। এই চেয়ারগুলো মুক্তিযোদ্ধাদের বসার জন্য সংরক্ষিত থাকবে।

সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী ও সদর থানার ওসি ওবাইদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।

এ ধরণের কার্যক্রমে মুক্তিযোদ্ধারা বলেন, নড়াইলের পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে প্রশংসনীয় কাজ করেছেন। এর আগে এসপি অফিস এবং নড়াইলের চারটি থানায় এমন চেয়ারের ব্যবস্থা ছিল না।

পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, নড়াইল জেলা পুলিশ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য এসপি অফিসসহ থানাগুলোতে আলাদা চেয়ারের ব্যবস্থা করা হলো। এই চেয়ারগুলো দেখে থানায় আগত জনসাধারণও অনুপ্রাণিত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *