অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে প্রথমবারে মতো গবেষণাগারে শক্তি উৎপাদনে সাফল্য পেয়েছেন
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে প্রথমবারে মতো গবেষণাগারে শক্তি উৎপাদনে সাফল্য পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার লরেন্স লাইভমোর ন্যাশনাল ল্যাবরেটরির ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটিতে বিজ্ঞানীরা সফলভাবে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়েছেন, যেখানে ব্যবহার করা জ্বালানির চেয়ে বেশি মাত্রায় শক্তি তৈরি সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানানো হয়েছে। সূর্যের মতো নক্ষত্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমেই শক্তি তৈরি হয়। বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীতে নিয়ন্ত্রিত মাত্রায় সেই বিক্রিয়া ঘটানোর কৌশল উদ্ভাবনের চেষ্টা চালিয়ে আসছেন। সূত্র : সিএনএন
Leave a Reply