অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কবিরহাটে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ফেরি করে অ্যালকোহল বিক্রির সময় মো. সবুজ (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩০ বোতল অ্যালকোহল (স্পিরিট) ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সবুজ ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের আবুল হাসেমের ছেলে। তবে এসময় মালিপাড়া গ্রামের ওবায়দুল হকের ছেলে মাদক কারবারি বাটু (৪০) পালিয়ে যান।
পুলিশ জানায়, হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ফেরি করে মাদক বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালানো হয়। রাত সাড়ে ১০টার দিকে সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার থেকে আলীপুর যাওয়ার পথে মালিপাড়ায় চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশা থেকে ২৩০ বোতল অ্যালকোহলসহ (স্পিরিট) অটোচালক সবুজকে গ্রেফতার করা হয়। এসময় একজন পালিয়ে যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিটি বোতলের গায়ে ৯০ ভাগ অ্যালকোহল লেখা রয়েছে। গ্রেফতার সবুজ ও পলাতক বাটুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাটুকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তাদের দুইজনের বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে।
Leave a Reply