অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, আমেরিকা এখন আর বেসামরিক পরমাণু জ্বালানি শিল্পে কোনভাবেই নেতা নয়। দেশটি রাশিয়া ও চীনের কাছে তার অবস্থান হারিয়েছে।
শুক্রবার ক্যারেঞ্জি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বা সিইআইপি নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলনে দেয়া বক্তৃতায় রাফায়েল এসব কথা বলেন। সিইআইপি সভাপতি মারিয়ানো ফ্লোরেনটিনো কুয়েলের আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির কাছে জানতে চান- মার্কিন বেসামরিক পরমাণু জালানি শিল্প আর কখনো তার সুনাম পুনরুদ্ধার করতে পারবে কিনা। জবাবে রাফায়েল বলেন, চীন এবং রাশিয়ার মতো পরমাণু জ্বালানি প্রযুক্তিতে আমেরিকা একই অবস্থানে নেই।
জবাবে গ্রোসি বলেন, আমি মনে করি আমেরিকার জন্য সেটি চ্যালেঞ্জ। আমেরিকা দীর্ঘদিন ধরে এক্ষেত্রে নেতৃস্থানে ছিল কিন্তু তার নেতৃত্ব সে হারিয়েছে।
আমেরিকার নির্মাণাধীন একটি পরমাণু স্থাপনা
গ্লোসি বলেন, রাশিয়া এবং চীন পরমাণু জ্বালানির ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি উদ্ধার এবং তারা বিদেশে এই প্রযুক্তি রপ্তানি করে। পাশাপাশি গ্রোসি একথাও বলেন যে, আমেরিকার সেই প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে এবং তারা চাইলে অভ্যন্তরীণভাবে পরমাণু শিল্পীকে শক্তিশালী করতে পারবে, এমনকি তারা বিদেশের মার্কেটে এটি রপ্তানিও করতে পারে।#
Leave a Reply