‘‘মানুষজনের গোপন সলা-পরামর্শে প্রায়ই গোপনের কোন কল্যাণ নিহিত থাকে না, অবশ্য কেউ যদি গোপনে কাউকে দান খয়রাত করার জন্য উপদেশ দেয়, অথবা কোন ভাল কাজের জন্য অথবা লোকজনের পরস্পরের কাজ কর্মের সংশোধন করার জন্য কাউকে কিছু বলে তবে তা নিশ্চয়ই ভাল কথা। মহান আলাহর সন্তোষ লাভের জন্য যে কেউ এরুপ করবে তাকে আমরা বিরাট প্রতিদান দেব।” (সূরা ঃ নিসা ঃ আয়াত ঃ ১১৪)
তোমরা মহান আলাহকে ভয় কর এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিকরূপে গড়ে নাও। মহান আলাহ ও তার রাসূলের আনুগত্য কর, যদি তোমরা মু’মিন হয়ে থাক। (সূরা ঃ আনফাল ঃ আয়াত ঃ ১)
মহান আলাহ তা’আলা বলেন- “মু’মিনরা পরস্পরের ভাই। অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে পুর্ণ গঠিত করে দাও। মহান আলাহকে ভয় কর, আশা করা যায় তোমাদের প্রতি রহম করা হবে। (সূরা ঃ হুজুরাত ঃ আয়াত ঃ ১০)
১. হযরত উম্মে কুলসুম রাদিয়ালাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন- আমি রসুলুলাহ সলালাহু আলাইহি ওয়া সালামকে বলতে শুনেছি। কল্যাণ লাভ করার উদ্দেশ্যে যে ব্যক্তি মিথ্যা কথার মাধ্যমে পরস্পর বিরোধী দুজন লোকের মধ্যে সন্ধি স্থাপন করে সে মিথ্যুক নয়। (বোখারী শরীফ)
Leave a Reply