অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসী আচরণ থামছে না। নতুন করে দখলকৃত এলাকাটিতে আরও তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ জুলাই) জানিয়েছে, নেবুলাসে ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে মেরেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তিনজন সশস্ত্র সন্ত্রাসী একটি গাড়ি থেকে সেনাদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালিয়ে তাদের নিষ্ক্রিয় করা হয়।
কয়েকটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দিচ্ছে সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই গাড়ি থেকে তিনটি ‘এম-সিক্সিটিন’ রাইফেল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে তারা।
নেবুলাস একটি বাণিজ্যিক এলাকা। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জায়গাটি।
গত মাসে ফিলিস্তিনের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে টানা কয়েকদিন অভিযান চলে। ইসরায়েলি তাণ্ডবে শিশুসহ ডজনখানেক ফিলিস্তিনি প্রাণ হারান। এক ইসরায়েলি সেনার প্রাণহানির দাবি করে তেল আবিব।
এই বছর পূর্ব জেরুজালেম, অবরুদ্ধ গাজা উপত্যকাসহ অন্যান্য জায়গায় ইসরায়েলি অভিযানে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত হয়। সূত্র: আল জাজিরা
Leave a Reply