অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে একজন আফগান সীমান্তরক্ষী নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আজ (শনিবার) সাহাব নিউজ নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম বলছে, সেদেশের আফগান সীমান্তবর্তী মেহমান্দ ও বাজৌর এলাকায় আফগানিস্তান থেকে ছোড়া মর্টার আঘাত হেনেছে।
খোরাসান ডাইরি নামের একটি পাকিস্তানি নিউজ সাইট জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তীব্র গুলি বিনিময়ের ফলে পূর্ব আফগানিস্তানের সীমান্ত এলাকার শত শত বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
চলতি মাসের শুরুতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পর আফগান সরকারও পাল্টা হামলা চালায়। এর ফলে উভয় পক্ষের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্রতর হয়েছে। আঞ্চলিক দেশগুলো উভয় পক্ষের মধ্যে অব্যাহত সীমান্ত উত্তেজনার পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।
পাকিস্তান দাবি করেছে, তারা আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করেছে, কিন্তু কাবুল বলছে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে।
পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর ঐ বিমান হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া, কাবুলে পাকিস্তানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিমান হামলাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে।
Leave a Reply