অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে যেসব পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলো তাদের নিজ ভূখণ্ডে ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। উত্তেজনা এবং ঝুঁকি বৃদ্ধির এই সময়ে—তা প্রশমনে পারমাণবিক শক্তিধর দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার কাছে যত পরমাণু অস্ত্র রয়েছে তার সবই দেশটির অভ্যন্তরে এবং সেগুলো যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি তৈরি করেনি। খবর: রাশিয়ান সংবাদ সংস্থা তাস
শনিবার (২৯ অক্টোবর) ওয়াশিংটনে রুশ দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে আন্তোনোভ এ কথা জানান।
মার্কিন গণমাধ্যম পলিটিকোয় গত বুধবার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে- ইউরোপে ন্যাটো বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আমেরিকা পারমাণবিক বোমা মোতায়েন দ্রুততর করার পরিকল্পনা নিয়েছে। ওই নিবন্ধের জবাবে রুশ দূতাবাস বিবৃতি প্রদান করে।
Leave a Reply