অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় আদালতে যাওয়ার পথে শিক্ষানবিশ আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল বারী ওরফে চাঁন মিয়াকে (৪০) কুড়াল দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকায় তাকে কোপানো হয়।
চাঁন মিয়া চক ফরিদ এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে।
তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে চাঁন মিয়াকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় মুদি দোকানি শাহ আলম জানান, চাঁন মিয়া মামলার ফাইল নিয়ে বাসা থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। চক ফরিদ মাটির মসজিদ এলাকায় পেছন থেকে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কুড়াল দিয়ে চাঁন মিয়াকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চাঁন মিয়ার বড় ভাই গোলাপ হোসেন বলেন, তাদের পৈতৃক জায়গা-জমি নিয়ে এলাকার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জায়গা-জমি নিয়ে মামলা মোকদ্দমা চাঁন মিয়া পরিচালনা করতেন। এ কারণে তার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হতে পারে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, চাঁন মিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) নূরে আলম সিদ্দিকী বলেন, কী কারণে এই হামলার ঘটনা সেটা এখনও জানা যায়নি। আমরা তদন্ত করছি। অভিযান চালাচ্ছি। থানায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
বগুড়ার গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইহান ওলি উল্লাহ বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply