অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত বলেছেন, বঙ্গবন্ধু দুঃসাহসিক চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি ছিলেন একজন বড় দার্শনিক। তার চিন্তাভাবনা এখন দেশে বাস্তবায়ন হচ্ছে।
শনিবার (১৮ মার্চ) সকালে রংপুর নগরীর আরডিআরএস ভবনে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ও রংপুর বিভাগ উন্নয়ন সমস্যা, সম্ভাবনা ও সুপারিশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে আবুল বারকাতের তিনটি মেগা পরিকল্পনা উত্থাপন করেন। যেগুলো হলো- রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চতর গুণমানসম্পন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, রাষ্ট্রীয় উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও রাষ্ট্রীয় উদ্যোগে কৃষি সমবায় গঠন করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবুল বারাকাত বলেন, এই তিন মেগা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়ন সম্ভব হবে। সেই সঙ্গে রংপুর অঞ্চলে অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে। রংপুর অনেক সম্ভাবনাময় অঞ্চল। এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও রেমিট্যান্স আয় বাড়াতে হবে। তবেই দেশব্যাপী উন্নয়ন নিশ্চিত হবে।
সেমিনারে অধ্যাপক হান্নানা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply