এম এ কবীর, ঝিনাইদহ : জাতীয় জাগরণে’র কবি গোলাম মোস্তফা’র জন্ম ও মৃত্যুদিবস উদযাপন উপলক্ষ্যে ‘ বাংলা সাহিত্যে তাঁর অবদান ‘ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর (শুক্রবার) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে কবির নিজ বাসভবনে কবি গোলাম মোস্তফা একাডেমি প্রাঙ্গনে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচাল রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল,মো: আসাদুজ্জামান , বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.নকীব মো: নসরুল্লাহ, যুগ্ম সচিব (সদস্য, রাজউক) মো: গিয়াস উদ্দিন ,এবং শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।