অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শতকরা ৪৩ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এ পরিস্থিতি আরো কঠোর হয়েছে মূল্যস্ফীতির কারণে।
মার্কিন টেলিভিশন এবিসি নিউজ এবং দৈনিক ওয়াশিংটন পোস্ট যৌথভাবে এ জরিপ পরিচালনা করেছে। গতকাল (রোববার) জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের অর্থনৈতিক দৈন্যদশা প্রেসিডেন্ট বাইডেনের আমলে দ্বিগুণ হয়েছে।
শুধু তাই নয়, আগামীকাল মঙ্গলবার আমেরিকায় যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে যাচ্ছে তাতে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অসন্তুষ্টি ডেমোক্র্যাটিকদের ভরাডুবির কারণ হতে যাচ্ছে।
জরিপে অংশ নেয়া শতকরা ৪৩ ভাগ মানুষ বলেছে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, শতকরা ৩৯ ভাগ বলেছে গত দুই বছর ধরে তাদের একই রকম আছে এবং শতকরা ১৮ জন দাবি করেছে যে, অথনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে#
Leave a Reply