অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিজ দলের আইনপ্রণেতাদের উত্থাপিত অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। এরমাধ্যমে মার্কিন রাজনীতির ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো স্পিকার অনাস্থা ভোটে হেরে স্পিকারের পদ হারিয়েছেন।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কেভিন ম্যাকার্থি অনাস্থা ভোটে ২১৬-২১০ ব্যবধানে হেরে, সংসদের নিন্মকক্ষ কংগ্রেসে রিপাবলিকানদের নেতৃত্ব ও স্পিকারের দায়িত্ব হারিয়েছেন।
কেভিন ম্যাকার্থির পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ২১০ জন আইনপ্রণেতা। প্রতিনিধি পরিষদের ২১৬ জন সদস্য তার বিপক্ষে ভোট দেন। তাদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। বাকি আটজন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য।
গত শনিবার মার্কিন সরকারকে শাটডাউন থেকে বাঁচাতে ডেমোক্র্যাটসদের নিয়ন্ত্রণাধীন সিনেটের সঙ্গে একটি চুক্তি করেন রিপাবলিকান নেতা ও স্পিকার কেভিন ম্যাকার্থি।
ম্যাককার্থি সাংবাদিকদের জানান, তিনি স্পিকারের জন্য আর লড়বেন না। ম্যাকার্থি বলেন, “আমি যা বিশ্বাস করি তার জন্য লড়াই করেছি, আমি বিশ্বাস করি আমি লড়াই চালিয়ে যেতে পারব, তবে হয়তো অন্যভাবে”।
হাউস স্পিকারের পদটি অন্তত এক সপ্তাহের জন্য খালি থাকবে। একাধিক রিপাবলিকান জানান, তারা ১০ অক্টোবর সম্ভাব্য ম্যাকার্থির উত্তরসূরিদের নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করার পরিকল্পনা করেছেন এবং আগামী ১১ অক্টোবর নতুন স্পিকার নির্বাচনের জন্য ভোট করার পরিকল্পনা করছে। রয়টার্স