অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবান জেলা শহরের সিদ্দিক নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরুপার সিদ্দিক নগর এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড় ধসের শব্দ শুনতে পেয়ে দুইটি বাড়ির লোকজন প্রাণের ভয়ে নিরাপদে সরে যাওয়ার কারণে কোন হতাহত হয়নি বলে দৈনিক জনকণ্ঠকে নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান জেলা শহরের পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বনরুপা সিদ্দিক নগর এলাকায় পাহাড় ধসে একটি পাকা ভবনের রেলিংসহ বেশ কিছু অংশ ভেঙে পড়ে যায়।
এছাড়াও একটি টিনশেড কাচা বাড়িতেও মাটি চাপা পড়ে। এতে পাকা ও কাঁচা দুইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে পাহাড় ধসে পড়ার শব্দ শুনে বাড়ির লোকজন নিরাপদ স্থানে সরে যাওয়ার কারণে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, সিদ্দিক নগরে পাহাড় ধসে অল্পের জন্য বেঁচে গেল দুটি পরিবার। পাহাড় ফাটলের শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে না গেলে হতাহতের ঘটনা ঘটতো। তবে পাহাড়ে বিশাল ফাটল দেখা যাচ্ছে। যে কোন সময় পাহাড়ের বাকি অংশ ধসে পড়তে পারে।
এই মুহূর্তে বাড়ির লোকজন ভিতরে প্রবেশ করলে যে কোন মূহুর্তে হতাহতের আশংকা রয়েছে। ঘটনার পর আমরা মাইকিং করে জনগণকে সতর্ক করেছি ও বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর, পুলিশ এবং গণ্যমান্যদের বিষয়টি অবহিত করেছি বলে জানান তিনি।
Leave a Reply