অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর লবিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়ামটি ফেটে গেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। লাখ লাখ লিটার পানিভর্তি অ্যাকুরিয়ামটি ফেটে যাওয়া হোটেল ও আশপাশের সড়ক প্লাবিত হয়েছে।
জার্মানির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ৫টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। কাঁচের তৈরি অ্যাকুরিয়ামটির ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে দুজন আহত হয়েছেন। অ্যাকুয়াডোম নামের ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন প্রজাতির প্রায় ১,৫০০ মাছ ছিল। ৫২ ফুট উঁচু অ্যাকুয়াডোমকে ‘মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম’ বলা হতো।
ঘটনার পর হোটেলে থাকা অতিথিদের অন্যত্র স্থানান্তর করা হয়। বার্লিন পুলিশ বলেছে, অ্যাকুরিয়াম ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অ্যাকুরিয়াম ফেঁটে খালি হয়ে পুরো হোটেল পানিতে সয়লাব হয়ে গেছে।
বার্লিনের অগ্নিনির্বাপণ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, ফেটে যাওয়ার পর অ্যাকুরিয়ামে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। বার্লিনে প্রচণ্ড শীতের কারণে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাদের। ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন দেশের শতাধিক প্রজাতির মাছ ছিল বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে হোটেলের মূল ফটক, সামনের রাস্তা ও ফুটপাতে আবর্জনার স্তূপ তৈরি হয়। উদ্ধার কাজ চালাতে জরুরি বিভাগের প্রায় ১০০ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। হোটেলের পাশে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়। তবে অ্যাকুরিয়াম ফাটার কারণ এখনো জানা যায়নি।
Leave a Reply