অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশ সফরে গিয়ে সোমবার দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দুই নেতার বৈঠক পরবর্তী সাংবাদিক সম্মেলনে ইউক্রেন ইস্যু এড়িয়ে গেছেন রুশ নেতা। এ নিয়ে কোনও কথা বলেননি লুকাশেঙ্কোও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
সাংবাদিক সম্মেলনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বেলারুশের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেন পুতিন। এই বছর দুই দেশের মধ্যে বাণিজ্য রেকর্ড ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের অর্থনীতিতে অবৈধ বিধিনিষেধের প্রভাব কমানোর জন্য আমাদের পদক্ষেপগুলোর সমন্বয় করছি। বেশ বিশ্বাসযোগ্য এবং কার্যকরভাবেই এটি করছি আমরা।’
লুকাশেঙ্কো বলেন, রাশিয়া ও বেলারুশ তাদের ওপর আসা যাবতীয় হুমকির জবাব খুঁজে বের করবে। ইতোমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার সম্ভাব্য নেতিবাচক পরিণতিগুলি কাটিয়ে উঠা সম্ভব হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, পশ্চিমারা ‘যৌক্তিক আওয়াজ শুনবে’ যাতে নিরাপত্তার বিষয়ে একটি সংলাপ আবার শুরু হতে পারে।
Leave a Reply