অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কেরালার কালিকট বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ বিমানটি দুবাইয়ে অবতরণ করে শনিবার। যাত্রীরা ভালোভাবে বিমান থেকে নেমেও যান। তবে বিমানের মধ্যে লুকিয়ে ছিল সাপ!
দুবাইয়ে অবতরণের পরই বিমানে সাপ থাকার বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানের কার্গো হোল্ডে ওই সাপ পাওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
কিন্তু কীভাবে বিমানের কার্গো হোল্ডে সাপ এলো সেটি নিয়ে সবার প্রশ্ন।
তিনি আরও বলেন, বিমানবন্দরে যে কর্মীরা থাকেন, তাদের গাফিলতির জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করা হবে এবং ডিজিসিএ-এর তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা যায়নি বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
Leave a Reply