অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীতে এই প্রথমবারের মতো নারী কর্মকর্তাদের কর্নেল পদে উন্নীত করা হবে। এ জন্য আগামী (সোমবার) থেকে প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যেখানে ১০৮ জন নারী কর্মকর্তা কর্নেল পদে উন্নীত হবেন।
হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ ভারতীয় সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার, মিলিটারি ইন্টেলিজেন্স, আর্মি এয়ার ডিফেন্স, অর্ডন্যান্স এবং পরিসেবাসহ শাখাগুলোতে কমান্ডের ভূমিকার জন্য এই প্রথম মহিলা কর্মকর্তাদের নির্বাচন করা হবে। সিয়াচেন হিমবাহে অপারেশনাল মোতায়েনে নারী কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার পরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরপর সেনাবাহিনীর প্রায় সব বিভাগেই নারীদের সমান সুযোগ দেওয়া হচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, নারীরা ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে গর্বের সাথে এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করছেন। নারী কর্মকর্তাদেরও পুরুষ কর্মকর্তাদের সমান সুযোগ দেওয়া হচ্ছে। কর্নেল পদে টেন্যান্ট কমান্ড অ্যাসাইনমেন্টের জন্য নারী কর্মকর্তা নির্বাচনের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, জাতীয় প্রতিরক্ষা একাডেমির জন্য এক বছরে নারী ক্যাডেটদের জন্য ২০ টি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, অফিসার্স ট্রেনিং একাডেমিতে এসএসসি নারী কর্মকর্তাদের জন্য ৮০ টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে। আর্মি এভিয়েশন কোরের ফ্লাইং ব্রাঞ্চে নারী কর্মকর্তাদের সরাসরি কমিশনিং শুরু হয়েছে ২০২২ সাল থেকে।
এর আগে, ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের একজন নারী কর্মকর্তা ক্যাপ্টেন শিবা চৌহানকে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে। ক্যাপ্টেন শিবা ১৫,৬৩২ ফুট উচ্চতায় কুমার পোস্টে দায়িত্ব পালন করছেন। এই বিপজ্জনক পোস্টে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস এক বার্তায় বলেছে ক্যাপ্টেন শিবা চৌহান একজন ফায়ার অ্যান্ড ফিউরি স্যাপার্স। তিনিই প্রথম ভারতীয় নারী যাকে কুমার পোস্টে মোতায়েন করা হয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের সদর দপ্তর লেহতে। এটি সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের অধীনে। তারা চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন রয়েছে। এ ছাড়াও তারা সিয়াচেন হিমবাহ রক্ষা করে।
Leave a Reply