December 19, 2025, 8:20 pm
শিরোনামঃ
বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে দূতাবাসের অনুরোধ বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করবে ভারত সরকার ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানালেন জামায়াতের আমীর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসের নিয়োগ সিনেটে অনুমোদন ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ ; আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটের মাঠে ফিরলেন নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থী বগুড়ায় স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রেখে থানায় নিখোঁজের জিডি ; অবশেষে ধরা যুক্তরাজ্যের কারাগারে অনশনের ফলে ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মী মৃত্যু ঝুঁকিতে ভারতের রাজ্য বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
এইমাত্রপাওয়াঃ

ভারতের পেট্রাপোলে ৫২টি সোনার বিস্কুটসহ দুই বাংলাদেশি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সোনা পাচারের অভিযোগে ভারতে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃত ওই দুই বাংলাদেশি পেশায় বাসচালক ও হেলপার। ৫২টি সোনার বিস্কুটসহ সোমবার (৮ মে) পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে অবস্থিত ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) থেকে সোমবার বিএসএফ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এসময় অভিযুক্ত ওই দুই পাচারকারীর কাছ থেকে চার কোটি ২৪ লাখ রুপি মূল্যের ৫২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৫ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছে, আটককৃত ওই দুই পাচারকারী পেশায় বাসচালক ও হেলপার। অভিযুক্ত বাস চালকের নাম মোস্তফা এবং তার হেলপারের নাম মতিউর রহমান আকন্দ। দু’জনেই বাংলাদেশের বাসিন্দা।

এনডিটিভি বলছে, রয়্যাল ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার বাসের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের বিষয়ে গোপন তথ্য পায় বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। আর এরপরই আইসিপি পেট্রাপোলের ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযানে নামেন।

যাত্রীবাহী ওই বাসটি উত্তর-পূর্ব ভারতের আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, বাসটি আইসিপি পেট্রাপোলে পৌঁছালে জওয়ানরা এটিকে তল্লাশির জন্য থামিয়ে বিএসএফের নিরাপত্তা চেকিং পয়েন্টে নিয়ে যান।

কর্মকর্তারা বলেছেন, ‘বিএসএফ সদস্যরা পুঙ্খানুপুঙ্খভাবে বাসটি তল্লাশি করে এবং একপর্যায়ে বাসটির জ্বালানি ট্যাংকের কাছে ফাঁপা পাইপে ৬ হাজার ৯৫০ গ্রাম ওজনের ৫২টি সোনার বিস্কুট খুঁজে পায়।’

কর্মকর্তারা আরও বলেন, ‘জব্দ করা এসব সোনার বিস্কুটের আনুমানিক মূল্য ৪ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৮৮২ রুপি। পরে আটককৃত চোরাকারবারিদের এবং জব্দ করা সোনার বিস্কুটগুলো কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরে (ডিআরআই) হস্তান্তর করা হয়েছে।’

 

এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই অভিযান ও সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএসএফ-এর মহাপরিচালক (ডিজি)। একইসঙ্গে অভিযান পরিচালনাকারী সদস্যদের জন্য নগদ অর্থ পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

ভারতীয় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত এই বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিএসএফের মহাপরিচালক আইসিপি পেট্রাপোলে সফরের সময় বিএসএফ সৈন্যদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাদের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।’

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page