অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলাকে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী আগ্রাসন বলে অভিহিত করেছে ইরান। সেই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রকে থামানোর দাবি জানানো হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলায় মার্কিন অবৈধ আগ্রাসন অবিলম্বে বন্ধে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের সদস্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন- যার পরিণতি সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রভাবিত করবে। জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে তৈরি ব্যবস্থাকে আরও ক্ষয় ও ধ্বংসের মুখোমুখি করবে।’
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ওয়াশিংটনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।
তেহরান ভেনেজুয়েলা সরকারের প্রতিরক্ষার অধিকারের ওপর জোর দিয়েছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক ব্যবস্থার সমস্ত সরকারকে এই হামলার দ্ব্যর্থহীন নিন্দা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।