অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একজন রুশ কূটনীতিকের ওপর হামলার ঘটনায় ওই কূটনীতিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী বাঙ্গুইতে রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে ভ্লাদিস্লাব ইলিন এ খবর জানিয়েছেন।
তিনি বলেছেন, গতকাল (শুক্রবার) বাঙ্গুইতে নিযুক্ত রুশ কালাচারাল সেন্টারের জেনারেল ডিরেক্টর দিমিত্রি সিতি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, সিতি তার কাছে অজ্ঞাত ঠিকানা থেকে আসা একটি পার্সেল খুলতে গেলে তার ভেতরে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়।
ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান দশম মাসের মতো চলছে তখন আফ্রিকায় নিযুক্ত একজন রুশ কূটনীতিক হামলার শিকার হলেন।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় দিমিত্রি সিতি গুরুতর আহত হয়েছেন। তবে তার জীবনের ঝুঁকি নেই বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রুশ দূতাবাস বলেছে, ঘটনাটি দূতাবাস ভবনের বাইরে ওই সিনিয়র কূটনীতিকের বাসভবনে ঘটেছে। হামলার পর দূতাবাস ও এর কর্মীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Leave a Reply