স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি কর্তৃক ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।
২৪ জুলাই বৃহষ্পতিবার মহেশপুরে ৫৮ বিজিবি’র অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হুদাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত নারীকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে।
এছাড়া গত ২৩ জুলাই বুধবার রাত ১০টার দিকে মহেশপুরস্থ ৫৮ বিজিবি’র অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বাঘাডাংগা গ্রামের মান্দারতলা এলাকার মাঠের মধ্যে হতে হাবিলদার অমল কুমার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তাছাড়া গত ২৩ বুধবার রাত সাড়ে ১১টার দিকে মহেশপুরস্থ ৫৮ বিজিবি’র অধীনস্থ সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সামন্তা চারাতলাপাড়া গ্রামের রাস্তার দক্ষিণ পার্শ্ব হতে সুবেদার হাবিবুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।