ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ খ্রি. তারিখে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ তোজাম্মেল হক সহ প্রমুখ।
মাগুরা পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ১১৫০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০ জন কৃষকদের মাঝে ১ কেজি তিল বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি মুগ ডাল বীজ বিতরণ করা হবে।