নিজস্ব প্রতিবেদকঃ
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেয় মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে প্রায় ২ শতাধিক যুবকদের সাথে নিয়ে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার ৪ নভেম্বর সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলার মঘীর ঢালের পাশে অবস্থিত খালে কচুরিপনা পরিষ্কার করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, মোঃ অহিদুল ইসলাম মাগুরা জেলা প্রশাসক।
এসময় মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, বিডি ক্লিনের জেলা প্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্যগণ, মেডিকেল টিম, মাগুরা পৌরসভার স্টাফ ও যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারি বৃন্দগণ। সকাল থেকে দুপুর পর্যন্ত খালে কচুরিপনা পরিষ্কার করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, রুপশ্রী বিউটি পার্লার উদ্যোক্তা ও যুব উন্নয়ন অধিদপ্তর ট্রেইনার জাতীয় শ্রেষ্ঠ জয়িতা জান্নাত আরা মুন্নী, নারী ও শিশু কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক জেসমিন রহমান স্মৃতি, যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার ইনপ্যাক্ট ফেস ৩ রওশন আরা রুমী, সেভ দ্যা উইমেন এন্ড চিল্ড্রেন নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সাংবাদিক মোঃ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আকরাম হোসেন ইকরাম সহ প্রমুখ।
Leave a Reply