ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নে প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষার উদ্দেশ্য ১.৫ কিলোমিটার কানুদার খালের কচুরিপানা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্তকরণ এবং খাল সংলগ্ন ইকো পার্কে বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৭ জুন সকাল ৮ টার সময়ে শালিখা আড়পাড়া কানুদার খালের পাড়ে মাগুরা শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই প্রোগ্রাম করা হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও উপস্থিত ছিলেন, শালিখা ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, জেলা পরিষদের শালিখা মেম্বার মুন্সি আবু হানিফ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সজীব আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ প্রমুখ।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা জেলাকে বৃক্ষ রোপণ কার্যক্রমের মাধ্যমে সবুজে সমারোহ করতে হবে, তিনি মাগুরা জেলার প্রতিটা মানুষকে ৩ টি করে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগাতে উদ্বুদ্ধকরার আহবান জানান। এছাড়াও তিনি শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীকে কানুদার খালের কচুরিপানা পরিষ্কারকরণ, ৩ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও কানুদার খালে মাছের পোনা অবমুক্তকরণের ভালো কাজের জন্য প্রশংসা করেন।
Leave a Reply