ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম “শীর্ষক প্রকল্পের আওতায় Community Engagement Activities on VAC and ECM বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বুধবার ১১ ডিসেম্বর সকাল ৯.৩০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন করা হয়।
মাল্টিমিডিয়া ক্যাম্পেইন ও বাল্যবিবাহ সেমিনারে মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা ভূমি অফিসার এসিল্যান্ড দেওয়ান আসিফ পেলে, মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আইয়ুব আলি, মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক এস এম জাফরুল আলম, মাগুরা সদর উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের, মাগুরা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী মোঃ বাসারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম, ইউএইচ এ্যান্ড এফপিও ডাঃ মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ জহুরুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ তোজাম্মেল হক, উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দিলরুবা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা আইসিটি অফিসার ওলিউল্লাহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ষষ্ঠী রাণী মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকার, ইউএনও অফিস প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু কালাম, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দারুল আলম, মাগুরা মহিলা অধিদপ্তর উপপরিচালক আব্দুল আওয়াল সহ প্রমুখ।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, মাল্টিমিডিয়া ক্যাম্পেইনে আসা আপনারা সবাই এবং সাংবাদিকরা সমাজ থেকে বাল্য বিয়ে দূর করার জন্য কঠোর পদক্ষেপ নিবেন। সাংবাদিকরা এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাল্যবিয়ে সহ সমস্ত অপরাধ মূলক কাজের তথ্য আমাদেরকে জানিয়ে সহযোগিতা করে। তিনি বলেন, কোন ছেলে ও মেয়ের বাল্য বিয়ে হলে ১৮ ও ২১ বছর পূরণ না হওয়া মানে ২ বছর সময় পর্যন্ত মামলা দায়ের করে প্রশাসন ব্যবস্থা নিতে পারে।
Leave a Reply