April 2, 2025, 11:01 am
শিরোনামঃ
ড. মুহাম্মদ ইউনূসের চীনে দেওয়া বক্তব্যে ভারতে তোলপাড় ; তীব্র প্রতিক্রিয়া ঈদের পরদিন আজ মঙ্গলবার রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় ৫৫ সদস্যের বাংলাদেশ উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছেছে জনবহুল রাজধানী ঢাকা এখন ফাঁকা ; নেই চিরচেনা যানজট রাজধানীর বংশালে ফাষ্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের নারীসহ ৬ জন দগ্ধ নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত ; আহত বাবা-মা চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার আসতে শুরু করেছে পর্যটক ধান শুকানোর খলা তৈরীকে কেন্দ্র করে সুনামগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত ইয়েমেনের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মাগুরায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় ৪৫ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়। সোমবার ২২ এপ্রিল বেলা ১০ টার সময়ে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কীমে জেলাবাসীকে অন্তর্ভুক্তকরনের লক্ষ্যে একটি ফ্রি রেজিষ্ট্রেশন বুথের ব্যবস্থা করা হয়েছিলো। যেখানে ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন ব্যক্তি চাহিদা অনুযায়ী জাতীয় পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হতে পারবে।

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রোকুনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, মাগুরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবীর, মাগুরা জেলা শাখা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ মোঃ রিজভী জামান, মাগুরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুস সাত্তার, মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর, মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানিউল কাদের।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলার বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞান শাখার প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসার ও ভিডিপি সদস্য সহ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page