ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : “প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ মার্চ বেলা ১১ টার সময় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ইটখোলা, মাগুরা এর আয়োজনে অনুষ্ঠান করা হয়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে টিটিসির বৈদেশিক অভিবাসন পরিচালিত হয়।
নিরাপদ বৈদেশিক অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ মোঃ মুনির হোসেন, মাগুরা টিটিসি ইলেকট্রনিক্স ইন্সট্রাক্টর মোঃ রুবেল হাসান, অটোমোটিভ ইন্সট্রাক্টর মোঃ মামুন হোসেন, মেকানিক্যাল ইন্সট্রাক্টর শিমুলী আকতার, কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ শাহিন আলম, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম, গার্মেন্টস ইন্সট্রাক্টর নাজমুল হুদা সুইট, বিদেশগামী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, বিদেশগামী ইচ্ছুক লোকজনের মাগুরা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশ গমনের জন্য পরামর্শ দেন।
Leave a Reply