July 29, 2025, 9:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিয়ে হওয়ায় স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান আওয়ামী লীগকে কেন্দ্র করে পুলিশের বিশেষ শাখা কর্তৃক ‘বিশেষ সতর্কতা’ জারি জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে মালয়েশিয়ায় প্রবেশচেষ্টার দায়ে ১৫ বাংলাদেশি আটক অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ; ৪ দিন পর ৯ জেলে উদ্ধার ; এখনও নিখোঁজ ৬ জন ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ    সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণা 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মাগুরা টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  “প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ মার্চ বেলা ১১ টার সময় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ইটখোলা, মাগুরা এর আয়োজনে অনুষ্ঠান করা হয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে টিটিসির বৈদেশিক অভিবাসন পরিচালিত হয়।

নিরাপদ বৈদেশিক অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ মোঃ মুনির হোসেন, মাগুরা টিটিসি ইলেকট্রনিক্স ইন্সট্রাক্টর মোঃ রুবেল হাসান, অটোমোটিভ ইন্সট্রাক্টর মোঃ মামুন হোসেন, মেকানিক্যাল ইন্সট্রাক্টর শিমুলী আকতার, কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ শাহিন আলম, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম, গার্মেন্টস ইন্সট্রাক্টর নাজমুল হুদা সুইট, বিদেশগামী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী সহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, বিদেশগামী ইচ্ছুক লোকজনের মাগুরা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশ গমনের জন্য পরামর্শ দেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page