অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈদ্যুতিক শক খেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেই বানরটিকে বাঁচানো গেলো না। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হেফাজতে থাকা অবস্থায় বানরটি মারা যায়।
সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বানরটি উদ্ধার করে সিভাসুতে আনা হয়। এরপর টানা পাঁচদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে চিকিৎসা দেওয়া হয় বানরটিকে।
বানরটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।
Leave a Reply