অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ভাই আছকন মিয়াসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ওই ঘটনায় বুধবার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
ওই ঘটনায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মৃত আফতার আলীর ছেলে মিসির আলী (৫০) ও একই এলাকার মুসাহেদ আলীর ছেলে আবুল হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়া গংয়ের সাথে মবশ্বর-মিছির উল্ল্যাহ গংয়ের বিরোধ চলছিল। বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যান মিছির উল্ল্যাহ গং। এসময় আছকির মিয়া বাধা দিতে গেলে প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও আছকন মিয়া গুরুতর আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় গুরুতর আহত আছকন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী গং আছকির মিয়াকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
অবশেষে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে মিছির আলী গংয়ের দুজন পালিয়ে যাওয়ার সময় তার নেতৃত্বে এসআই আমির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে হত্যা মামলার দ্বিতীয় ও তৃতীয় আসামিকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, নিহত আছকির মিয়ার ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।