December 21, 2025, 11:39 am
শিরোনামঃ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানালেন জেলেনস্কি জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ‘যেকোনো মূল্যে’ রোধ করতে হবে : উত্তর কোরিয়া আন্তর্জাতিক সংবাদগুচ্ছ : বিশ্বের প্রথম ক্যান্সার সার্জন সহকারী ডিভাইস তৈরি করল ইরান ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ; মোটর সাইকেল ও নগদ টাকা জব্দ ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ; যুবলীগ নেতার মালিকানা নিয়ে ‘গুজব’ মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই দেশে পৌঁছালো সুদানে ড্রোন হামলায় নিহত ৬ জাতিসংঘ শান্তিরক্ষীর মরদেহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন জাতীয়  কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি বিটিভির মহাপরিচালক ও অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের মাগুরার বাড়িতে আগুন
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল পেয়েছে ডেমোক্র্যাটরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ফলে মার্কিন সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা সমান আসন পেয়েছে। কিন্তু প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কব্জায় কিছুটা এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। সিনেটে উভয়ে ৪৮টি করে আসন পেয়েছে। খবর বিবিসি ও এএফপির।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান ২১০ ও ডেমোক্র্যাটরা ১৯২টি আসন পেয়েছে। নির্বাচনে ডেমোক্র্যাটরা বিস্ময়করভাবে ভালো করায় সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন একে ‘গণতন্ত্রের জন্য সুদিন’ বলে প্রশংসা করেছেন। তবে প্রকৃত ফলাফল পেতে আরও অপেক্ষা করতে হবে। জর্জিয়ায় উভয় দলই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ৬ ডিসেম্বর ওই অঙ্গরাজ্যে ফের ভোট হবে। এই প্রক্রিয়াকে ‘রান অব’ ভোট বলা হয়।

নিউইয়র্ক, কলোরাডো ও নিউ মেক্সিকোর দূরবর্তী এলাকার ফল প্রকাশে আরও সময় লাগবে। রিপাবলিকানরা এ নির্বাচনে যতটা ভালো করবে বলে ধারণা করা হয়েছিল বাস্তবে হয়েছে উল্টো। হোয়াইট হাউসে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে ফুরফুরে মেজাজে থাকা বাইডেন বলেন, আমি মনে করি গণতন্ত্রের জন্য এটি একটি ভালো দিন ছিল। এমনকি আমেরিকার জন্যও। তিনি বলেন, মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা বিশাল লাল ঢেউয়ের ভবিষ্যৎদ্বাণী করেছিলেন। কিন্তু তা ঘটেনি।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার ইচ্ছা আছে। তবে নিশ্চিত সিদ্ধান্ত নেব আগামী বছর। চলতি মাসে ৮০ বছরে পা রাখা আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন তরুণ ভোটারদের প্রশংসা করেছেন যারা গর্ভপাতের অধিকারের পক্ষে ভোট দিয়েছেন। জুন মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত বিচারকরা এই রায় বাতিল করেন। বাইডেন বলেন, ভোটাররা তাদের উৎকণ্ঠার বিষয়গুলোতে স্পষ্ট বার্তা দিয়েছে।

সিনেটে ৩৬ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন বাইডেন রিপাবলিকানদের সঙ্গে আরও সমঝোতামূলকভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনে রিপাবলিকান দলের যে ধরনের সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয়েছিল সেটা তারা পায়নি। ফলাফলের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, যদিও কোনো কোনো দিক থেকে এই নির্বাচন হতাশাজনক ছিল তবু আমার ব্যক্তিগত দিক থেকে এটি একটি বিশাল বিজয়।

ব্যক্তিগতভাবে তিনি যাদের অনুমোদন দিয়েছেন তাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, জয়ী হয়েছে ২১৯টি আসনে, হার ১৬টিতে। তবে স্বল্প ব্যবধানে হলেও রিপাবলিকানরা ২০১৮ সালের পর ৪৩৫ আসন বিশিষ্ট প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পথে রয়েছে। এক টুইটার বার্তায় বাইডেন বলেন, অন্তত গত ৪০ বছরে ডেমোক্র্যাট দলের যে কোনো প্রেসিডেন্টের সময়কার মধ্যবর্তী নির্বাচনের তুলনায় এবারে প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন দল খুব কমসংখ্যক আসন হারিয়েছে।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page