November 12, 2025, 9:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন আগামী বছর হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী ভোটার নিবন্ধনে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য ২০ হাজার ২৬৫ মেট্রিক টন চাল সহায়তা দিল দ. কোরিয়া গত অক্টোবরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাকফুল- আংটি-বদনা ফিরে পেলেন বাগেরহাটের শ্রাবণী বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটে অবাধে চলছে অতিথি পাখি শিকার চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রংপুরের চার নদী অস্তিত্ব সংকটে ; সেখানে এখন ফসলের ক্ষেত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রংপুরের যেসব নদনদীর বুকে ভেসে চলতো পালতোলা নৌকা। খেয়াঘাট ঘিরে ছিল জমজমাট ব্যবসা-বাণিজ্য। মানুষের পদচারণায় মুখর থাকত নদীবন্দরগুলো। সেই ঐতিহ্যবাহী চারটি নদী এখন চাষাবাদের জমিতে পরিণত হয়েছে।  জেলার মানস, ঘাঘট, বুড়াইল ও শালমারা এখন পরিণত হয়েছে কৃষি জমিতে।

দখল ও দূষণের কারণে এ চার নদনদী অস্তিত্ব সংকটে পড়েছে। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন, খরা মৌসুমে তীব্র খরা আবার শীত মৌসুমে প্রচণ্ড ঠান্ডার কারণে স্বাভাবিক গতি হারিয়েছে নদনদীগুলো। তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত ও খরা মৌসুমে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

এই সুযোগে নদনদীগুলোর শুকিয়ে থাকা জায়গা দখল করে গড়ে উঠেছে বসতি এবং ফসলের খেত। কোন কোন জায়গায় নদনদীর অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। একসময় রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর, সদর উপজেলা, কাউনিয়া ও পীরগাছায় প্রায় ৮০ কিলোমিটার বিস্তৃতি ছিল মানস নদের। এ নদের এখন অস্তিত্ব নেই বললেই চলে।

নদীর বুকে পানির বদলে এখন হাজার হাজার একর আবাদি জমি। নৌকার পরিবর্তে সেখানে চলছে কলের লাঙল। চার দশক আগেও মানস নদে নৌকা চলেছে পাল তুলে। হাজার হাজার জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেছে। মানস নদে ছোটবড় মিলিয়ে প্রায় ৫০টির মতো খেয়াঘাট ছিল, যা এখন কেবল স্মৃতি।

কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় কৃষকরা বোরো ধান চাষ করার জন্য মানস নদ জুড়ে ধানের বীজতলা তৈরি করেছেন।

টপামধুপুর লালমসজিদ এলাকার কৃষক মো. আমিন জানান, মানস নদে এবার খুব সহজেই বীজতলা তৈরি করা গেছে।

একই এলাকার কৃষক শফিকুল জানান, নদে পানি কম এবং কাদা থাকায় তেমন কোনো খরচ ছাড়াই বীজতলা তৈরি করা গেছে। তাদের মতো অনেকেই নদের বুকে চাষাবাদ করছেন।

কাউনিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একসময় মানসের বুকে বারোমাস নৌকা চলত। এখন মানস নদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। একই অবস্থা ঘাঘট নদের। শহরের অদূরে ঘাঘটকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল নদীবন্দর। ঘাঘট নদের ওপর দিয়ে বেশ কয়েকটি ব্রিজ হয়েছে। উন্নয়নের নামে অনেক স্থান দখল হয়েছে। ঘাঘটের বুকে অনেক স্থানে গড়ে উঠেছে ইমারত। একই অবস্থা বুড়াইল, শালমারা নদীর। এগুলোর বুকে জেগে ওঠা চর দখল করে গড়ে উঠেছে বসতি ও ফসলের খেত।

চার নদীর দূরবস্থা সম্পর্কে আলাপকালে রিভারাইন পিপলের পরিচালক, নদীবিষয়ক গবেষক ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বাসস কে বলেন, নদনদীগুলোতে শত শত অবৈধ দখলদার রয়েছে। দখলদারদের উচ্ছেদ ও নদনদীর প্রাণ ফিরিয়ে আনতে সরকারকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, নদী রক্ষায় কোন সরকারই তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন না। ফলে অবৈধ দখলদাররা নদী দখল করে তৈরি করেন বহুতল ভবন। কৃষকরা নদীর বুকে জেগে ওঠা চরে চাষাবাদ করেন। ফলে প্রাণবৈচিত্র্য হারিয়ে নদীগুলো এখন অস্তিত্ব সংকটে। কালের গর্ভে নদীগুলো হারিয়ে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ। আমাদের পক্ষ থেকে নদীগুলো রক্ষায় বারবার নদী কমিশনকে চিঠি দিলেও তেমন কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

রংপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া নদীগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে সমীক্ষা চালানো হচ্ছে নদীগুলো খনন করে প্রাণ ফিরে আনা যায় কিনা।

রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বাসসকে বলেন,  রংপুর জেলার ভিতর দিয়ে প্রবাহমান বড় বড় নদীগুলো খননের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কথা বলা হচ্ছে।  চেষ্টা করছি ঘাঘটসহ হারিয়ে যাওয়া নদীগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page