অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব মিডিয়া সেন্টারের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। র্যাব-৪ এর অভিযানে বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পল্টন এলাকার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। ঐদিন দুপুর ৩টায় দুষ্কৃতকারীরা আকস্মিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। সেসময় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল আত্মরক্ষার্থে ডিআর টাওয়ারে প্রবেশ করার চেষ্টা করলে কয়েকজন তাকে রাস্তার ওপর ফেলে ইট, লাঠি ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নৃশংসভাবে আঘাত করে। এতে পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল মঈন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা গেছে, পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন গোলাম মোস্তফা। তার বিরুদ্ধে সাভারসহ রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গোলাম মোস্তফার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওযা হয়েছে।।