অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সবশেষ হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ইউক্রেন। বিদ্যুৎ লাইন ও স্থাপনা মেরামত করে কিয়েভের প্রায় ৬০ লাখ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।
ইউক্রেনের দাবি, গেল ২৪ ঘন্টায় ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, হাসপাতালসহ অনেক জ্বালানি স্থাপনা।
এ হামলার ফলে পানি, জ্বালানি সংকটসহ অনেক মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত হন ইউক্রেনবাসী।
এদিকে, কিয়েভে রুশ বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ৩৭টিই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান।
গত ২৪ ফেব্রুয়ারিঅভিযান শুরুর পর ইউক্রেনে ৯বার বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply