December 17, 2025, 7:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত মাগুরার হাজরাপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  মহান বিজয় দিবসে ফুলে ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ মহান বিজয় দিবসে পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন গোলাম আজম যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তবে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় : মির্জা আব্বাস নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত ৩ যুদ্ধজাহাজ বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী : জামায়াত প্রার্থী আমির হামজা
এইমাত্রপাওয়াঃ

রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই ; শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের পরে এদেশের রিজার্ভ ছিল না। সেখান থেকে বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, দেশে কিছুই ছিল না তখন। বঙ্গবন্ধু দেশকে গড়ে তুলতে কাজ শুরু করেছিলেন, তখনই তাকে হত্যা করা হয়।’

‘এখন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলে, যারা ২৯ বছর ক্ষমতা ছিল তাদের সময় রিজার্ভ ছিল কত? এখন আমাদের সময় রিজার্ভ আছে কত, সেটা দেখতে হবে।’

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা। মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে কাজ করা হচ্ছে। আমাদের এখন লক্ষ্য হলো অর্থনৈতিক ডিপ্লোম্যাসি। বিশ্বের সঙ্গে অর্থনৈতিক ডিপ্লোম্যাসির জন্য কাজ করছি।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নই, জনগণের সেবক। আমি সেবক হিসেবে মানুষের জন্য কাজ করছি। আমার পিতা বঙ্গবন্ধুও বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী নই, জনগণের সেবক। আমিও সেই জনগণের সেবক। আমি প্রধানমন্ত্রী হিসেবে কিছু সুযোগ-সুবিধা পাই সেটা ভিন্ন কথা। তারপরও আমি প্রধানমন্ত্রী না, জনগণের সেবক। আমি সেবক হিসেবে মানুষের জন্য কাজ করছি। আমি প্রধানমন্ত্রী হয়েও সুযোগ-সুবিধা নিয়ে অঢেল সম্পদ গড়ে তুলিনি।’

‘বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, আমরা সেটা করতে পেরেছি। আমাদের প্রচেষ্টায় এখন বাংলাদেশ, এক বদলে যাওয়া বাংলাদেশ’- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব এখন এক বদলে যাওয়া বাংলাদেশকে দেখে। এটাই ছিল আমাদের লক্ষ্য। মানুষের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্য। আমরা বলেছিলাম বাংলাদেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না। মানুষকে ঘর দিয়েছি ভূমি দিয়েছি। এটাই ছিল জাতির পিতার স্বপ্ন, কেউ গৃহহীন,ভূমিহীন থাকবে না।’

‘আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি, এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা’-যোগ করেন প্রধানমন্ত্রী।

‘যারা দেশের নিরীহ মানুষের ওপর অত্যাচার করেছে, আবারও তাদের হাতেই ক্ষমতা ছিল। তাদেরকে এমপি-মন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়া’- এই মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করার জন্য আইন পরিবর্তন করে ইনডেমনিটি জারি করেছিল। তখন আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না। এমনকি আমাদের বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। আমার বাবা-মাকে ধানমন্ডির যে বাড়িতে হত্যা করা হয় সেই বাড়িতে আমাকে যেতে দেওয়া হয়নি।’

বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ দেশের মানুষের জন্য কাজে লাগানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদেরকে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে। কারণ, আমরা যে টাকায় চলি, সেটা কৃষকদের পরিশ্রমের কারণেই আসে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা আমাদের জন্য পরিশ্রম করে। সুতরাং তাদের সেই পরিশ্রমকে মাথায় রাখতে হবে।’

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও GEMS সফটওয়্যার উদ্বোধন করেন সরকারপ্রধান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন বিসিএস কর্মকর্তাদের ‘৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়ার মূল সৈনিক’ আখ্যায়িত করে দেশের অব্যাহত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে— আমি বলছি, রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই। আমার গোলায় যতক্ষণ খাবার আছে, ততক্ষণ আমরা চিন্তা করি না।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি বলেন, ‘আপনাদের (নতুন বিসিএস কর্মকর্তাদের) সজাগ থাকতে হবে, যাতে দেশের প্রতিটি উন্নয়ন অব্যাহত ও টেকসই হয়, যার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।’

তিনি অনুষ্ঠান থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ৫টি প্রকল্প ও কর্মসূচির আওতায় নির্মিত ভবন এবং ‘গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (জিইএমএস)’ সফটওয়্যার উদ্বোধন করেন।

ব্যক্তিগত জীবনে তার কোনও চাওয়া পাওয়া নেই উল্লেখ করে জাতির পিতার কন্যা বলেন, ‘আমার চাওয়া একটাই, একটাই স্বপ্ন, যেটা আমার বাবা এদেশের মানুষকে নিয়ে দেখেছিলেন। মানুষের ভাগ্য পরিবর্তন করা, আর তাদের জীবনমান উন্নত করা। আজ পর্যন্ত যতটুকু করতে পেরেছি, ভবিষ্যতের জন্য যেন সেটা স্থায়ী হয়, চলমান থাকে, সেটাই আমার একমাত্র দাবি সবার কাছে।’

তিনি বলেন, ‘দিনরাত পরিশ্রম করে আজকে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে এসেছি, তার থেকে বাংলাদেশ যেন কিছুতেই পিছিয়ে না যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ  বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, কিছু সমস্যায় আমরা আছি। রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে— আমি বলছি, রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই। আমার গোলায় যতক্ষণ খাবার আছে, ততক্ষণ আমরা চিন্তা করি না।’

দেশের প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে চাষের আওতায় আনার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ফসল ফলাবো নিজের খাবার নিজেরা খাবো, কেনাকাটা বা খরচ না হয় আমরা একটু কমই করবো। কিন্তু আমার নিজের দেশের মর্যাদা নিয়ে আমাদের চলতে হবে।’

তিনি বলেন, ‘৪১ এর বাংলাদেশের মূল কারিগর এবং সৈনিক হবেন আজকের কর্মকর্তারা। তখনতো আর আমরা থাকবো না। কিন্তু দেশটা যেন এগিয়ে যায়। আমি শুধু সেটাই চাই।’

প্রধানমন্ত্রী সফলভাবে কোর্স সম্পন্নকারী ১৯টি ক্যাডার সার্ভিসের ৬০২ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ‘মেধা সনদ’ তুলে দেন এবং তিন জনের মাঝে ‘মর্যাদা পদক’ বিতরণ করেন।

৬ মাসব্যাপী অনুষ্ঠিত ৭৫তম বুনিয়দি প্রশিক্ষণ কোর্সে  তাহসিন বিনতে আনিস শীর্ষস্থান অর্জন করে রেক্টর’স পদক লাভ করেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও বক্তৃতা করেন। এছাড়া ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের পক্ষে চার জন শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর মো. আশরাফ উদ্দিন ৭৫তম বুনিয়ানি প্রশিক্ষণ কোর্সের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এবং প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলোর দুটি পৃথক ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

প্রকল্পগুলো হচ্ছে— সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম-জিইএমএস), ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতাল, নবনির্মিত টাঙ্গাইল সার্কিট হাউজ, নবনির্মিত কুমিল্লা সার্কিট হাউজ এবং বিপিএটিসির ১৫ তলা আধুনিক ডরমেটরি ভবন। খবর: বাসস

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page